আনোয়ার হোসেন,কমলনগর প্রতিনিধিঃ ‘আসুন গড়ি ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে ধারণ করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় র্যালি করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি ।
বাংলাদেশ আনসার ও ভিডিপির মহা-পরিচালক এর নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীন আক্তার এর তত্ত্বাবধানে র্যালি ও লিফলেট বিতরণ করা হয়।
১৬(আগস্ট) হতে বাহিনীর ব্যাটালিয়ন, জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারবাহিকতায় সোমবার সকাল ১১টায় কমলনগর উপজেলায় বাংলাদেশ আনসার ও ভিডিপির জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ এর সামনে থেকে রামগতি -লক্ষ্মীপুর সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: নিজাম উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,শাহীন আক্তার,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো:নিজাম ফকির সহ বাহিনীর বিভিন্ন ইউনিয়ন দলনেতা-কর্মচারি ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও টিডিপি সদস্যরা অংশ গ্রহন করে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.