মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনের ধলীগৌরনগর মমিননেছা বালিকা দাখিল মাদরাসায় নতুন শিক্ষাক্রম অনুসারে ইংরেজি বিষয়ে শ্রেণি ভিত্তিক দক্ষতা সূচকে পি,আই,-ওয়ান (PI-1) অর্জন কারী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও অবিভাবক সমাবেশ -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সকালে মমিননেছা বালিকা দাখিল মাদরাসার আয়োজনে মাদরাসা মিলনায়তনে এই পুরস্কার বিতরণ ও অবিভাবক সমাবেশ হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপজেলা একাডেমি সুপার ভাইজার শ্রী মদন মোহন মন্ডল উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে বলেন,ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক/শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অবিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। এসময় তিনি উক্ত সমাবেশ ও আলোচনা সভায় অভিভাবকবৃন্দের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও প্রস্তাবনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অবিভাবকদেরকে আশ্বস্ত করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে মমিননেছা বালিকা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মৌলভী নূরুল ইসলাম উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যাহারা আগামীতে যে সকল শিক্ষার্থী লেখা ভালো ফলাফল করবে,তাদের সকলকে ১টি করে ল্যাপটব দিবেন বলে ঘোষণা দেন।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদরাসা সুপার মাওঃ মোঃ আবু বকর ছিদ্দিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র মৌলভী মাওঃ মোঃ নাজিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহ-সুপার মাওঃ সাবিরুল হক,সহকারী মৌলভী মাওঃ মোঃ নাজিম উদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।আলোচনা সভা শেষ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.