রাজবাড়ী প্রতিনিধি,সাইফুল ইসলামঃ জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি শহিদুল আলম মিয়া মিলনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং পেঁয়াজ আড়ৎদার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহনের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
বুধবার সকালে বালিয়াকান্দি চৌরাস্তা মোড়ে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে জেলা ও উপজেলার কর্মরত গনমাধ্যমকর্মীরা।পরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
এর আগে গত ২ আগষ্ট বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে পেয়াজ ব্যাবসায়ী কর্তৃক কৃষককে মারপিট ও নির্যাতনের সংবাদ সংগ্রহ করায় দৈনিক ভোরের কাগজের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি শহিদুল আলম মিয়া মিলনসহ ৯ কৃষকের বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগ নেতা তৈয়ব আলী মন্ডল।
সেই মামলার সাক্ষী জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদ হোসেন বাবু।
মানববন্ধন কর্মসুচীতে উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্ববা রিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,ভোরের কাগজ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী,ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশিষ বিশ্বাস,আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান, সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রুবেলুর রহমান,দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি
সঞ্জিত দাস, ইনক্লাব পত্রিকার উপজেলা প্রতিনিধি আতিয়ার রহমান প্রমুখ।
অবিলম্বে তদন্ত করে ওই মামলা থেকে সাংবাদিকের নাম বাদ না দিলে আরো কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,দৈনিক দেশের কন্ঠ পত্রিকার প্রতিনিধি রফিকুজ্জামান লিটন, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ,সাজিদ হোসেন এসএ টিভি জেলা প্রতিনিধি,আনোয়ার হোসেন যুগান্তরের উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দি, এস এম রাহাত হোসেন ফারুক নব চেতনা উপজেলা প্রতিনিধি, সবুজ শিকদার দৈনিক ইত্তেফাক বালিয়াকান্দি প্রতিনিধি,নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেল,দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি অনিক সিকদার,দৈনিক সকালের সমযয়ের উপজেলা প্রতিনিধি পারভেজ মিয়া,জাতীয় দৈনিক আলোচিত কন্ঠের রাজবাড়ী প্রতিনিধি ঃসাইফুল ইসলাম শেখর, সোহেল খাঁন বালিয়াকান্দি প্রতিনিধি,জয়নাল আবেদীন গণকন্ঠ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.