বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের স্বাস্থ্য সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে নিজেই প্রসুতি মায়েদের সিজার অপারেশন করছেন সিভিল সার্জন। সদর আধুনিক হাসপাতালে যোগদানের পর তিনি এই উদ্যোগ নিয়েছেন। চিকিৎসক সংকটের কারণে দরীদ্র অনেক প্রসুতি মাকে এই সেবা থেকে বঞ্চিত হতে হয়। তাদেরকে বেসরকারী হাসপাতাল বা ক্লিনিকের আশ্রয় নিতে হয়। ফলে তাদের ব্যায় বেড়ে যাবার পাশাপাশি সঠিক চিকিৎসার সংকটে পড়তে হয়। এসব দিক বিবেচনা করে সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী প্রতি সপ্তাহের সোমবার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সিজার অপারেশন করছেন। তিনি জানান স্বাস্থ্য বিভাগকে জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে সিজার অপারেশনের পাশাপাশি আরও নানা উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতাল ক্যম্পাসকে আরও পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধিত করার জন্য ইতিমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। টেকশই উন্নয়নের ক্ষেত্রে আমাদের মাতৃ ও শিশু মৃত্যু হার কমাতে হবে। আমাদের চিকিৎসক সহ জনবলের সংকট রয়েছে। তাই প্রতিসপ্তাহে আমি নিজেই প্রসুতি মায়েদের সিজার অপারেশন করছি। আমি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গত ১৩ জুলাই যোগদান করেছি। এ পর্যন্ত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি সিজার অপারেশন সম্পন্ন করেছি। পর্যায় ক্রমে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয় সচেতনমহল সিভিল সার্জনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.