মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলায় এবার এইচএসসি পরিক্ষায় ২৩ টি কেন্দ্রে পরিক্ষায় অংশ নিয়েছে জেলায় মোট পরীক্ষার সংখ্যা ১১০১৫ এরমধ্যে প্রথম দিনে উপস্থিত ছিলেন ১০৯৩৭ জন। প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৭৮ জন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
এদিকে সাতক্ষীরা সদর উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ৫টি কেন্দ্রে ৩৫৫৫ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৩০ জন শিক্ষার্থী।
কলারোয়া উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ৩টি কেন্দ্রে ১২৬৪ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৭ জন শিক্ষার্থী।তালা উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ৫টি কেন্দ্রে ১২২৭ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৩ জন শিক্ষার্থী।আশাশুনি উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ৩টি কেন্দ্রে ১৫৬৭ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১২ জন শিক্ষার্থী।কালিগঞ্জ উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ৩টি কেন্দ্রে ১৩২৩ জন শিক্ষার্থীর মধ্যে কোন অনুপস্থিত ছিলনা।দেবহাটা উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ২টি কেন্দ্রে ৬৪৮ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২ জন শিক্ষার্থী।শ্যামনগর উপজেলায় এইচএসসি পরিক্ষায় মোট ২টি কেন্দ্রে ১৪৩১ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড বাদে বাকি আটটি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার থেকে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.