বিলালুর রহমান,সিলেটঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ আয়োজনে সিলেট জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশনে কিশোর-কিশোরীদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ০৪ টায় সিলেট সিটি কর্পোরেশনের আম্বরখানা কলোনী মাঠে সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ পাল দিপু, পলাশী মজুমদার (সিপিসিএম), ইউনিসেফ এবং মোঃ শফিকুল ইসলাম (সিপিসিএম) ইউনিসেফ জনসচেতনতামূলক বিভিন্ন সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণে শতকরা ৮০ ভাগ কিশোরীরা অংশগ্রহণ করবে। আত্মরক্ষার এই প্রশিক্ষণে ১০০ জনের অধিক কিশোর-কিশোরীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। মোঃ আনোয়ার হোসেন প্রশিক্ষণের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.