মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজারের নব সৃষ্ট ঈদগাঁও উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। উপজেলা প্রশাসন, ঈদগাঁও আজ বৃহস্পতিবার বিকেলে এ উপজেলা প্রশাসনের অস্থায়ী সম্মেলন কক্ষ ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময়ের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সম্মিলিতভাবে কাজ করলে নব সৃষ্ট ঈদগাঁও উপজেলা শীঘ্রই একটি স্মার্ট উপজেলা হিসাবে রূপান্তরিত হবে।
তিনি ঈদগাঁওতে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, উপজেলা কমপ্লেক্স ভবন স্থাপন, ঈদগাঁও বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ঈদগাঁও খালে টেকসই বেড়িবাঁধ স্থাপন, খেলার মাঠের উন্নয়নসহ পূর্ণাঙ্গ উপজেলা পরিষদের প্রয়োজনীয় লোকবল পদায়নে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবেন বলে জানান।
এতে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার শামসুল হুদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূর সিদ্দিক, ঈদগাহ রশিদ আহমদ কলেজের অধ্যাপক জাকের আহমদ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, বীর মুক্তিযোদ্ধা স্বপন পাল, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এমইউপি, সম্মিলিত নাগরিক ফোরাম সভাপতি কাফি আনোয়ার, ইসলামপুর ইউনিয়নের মহিলা মেম্বার প্রমুখ।
উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম, পোকখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল আবছার কাদেরী, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এসি (কন) মোহাম্মদ রাইসুল ইসলাম, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতি ঈদগাঁও জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক সুজন রায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম এমইউপি, পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাহের আহমদ, বর্তমান সভাপতি হেলাল উদ্দিন এমপিইউপি, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার এম, মমতাজুল ইসলাম রিয়াজ, ইউছুপেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন অর রশিদ, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল হক, মেম্বার মমতাজুল ইসলাম, মেম্বার আব্দুল হাকিম, জালালাবাদের মেম্বার সেলিম উল্লাহ, মেম্বার নুরুল আলম, মেম্বার আবু তাহের, মহিলা মেম্বার রেহেনা আক্তার, ইসলামাদের মেম্বার হেলাল উদ্দিন, মেম্বার ওমর আলী, মেম্বার সিরাজুল ইসলাম, মেম্বার দিদারুল ইসলাম, মেম্বার আব্দুস শুক্কুর, পোকখালী ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ শাহজাহান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার নুরজাহান, উপজেলা আওয়ামী লীগ নেতা শামসুল আলম, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সচিব স্বরোপা পাল, পূজা উদযাপন পরিষদ নেতা জিকু পাল (সুব্রত)সহ স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সচিব বৃন্দ।
পরে জেলা প্রশাসক ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে গিয়ে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.