সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে প্রায় সাড়ে ৮ কেজি ওজনের কৃষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে (১৮আগস্ট) শুক্রবার বিকেলে কৃষ্ণমূর্তিটি উদ্ধার করেন।
জানাগেছে, গত বুধবার দুপুরে বনগাঁও এলাকার কালুগাঁও গ্রামে করিয়া পুকুর খননের বালু নির্মাণাধীন রাস্তায় ট্রলিতে করে ফেলার সময় স্থানীয় আহসান হাবীব (হাসান)নামে এক ব্যক্তি কৃষ্ণমূর্তিটি দেখতে পেয়ে বাসায় তুলে নিয়ে যায়। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানাজানি হলে রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি ফারুক আহামদ সরকার সামাজিক যোগাযোগে ভাইরাল করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং মোবাইল কোর্টের মাধ্যমে সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা পুলিশ ফোর্স নিয়ে প্রায় ৭২ ঘন্টা পর কৃষ্ণমূর্তিটি উদ্ধার করতে সক্ষম হয়।
রাণীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা জানান , সংবাদকর্মীদের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শুক্রবার বিকেলে কৃষ্ণমূর্তিটি উদ্ধার করা হয়। শুক্রবার অফিস বন্ধ থাকায় শনিবার সকলে প্রক্রিয়া সম্পন্ন করে জেলা ট্রেজারিতে কৃষ্ণমূর্তিটি পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.