আতাউর রহমান তুহিন,কয়রা উপজেলা প্রতিনিধিঃ খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের পুকুরে বিষ দিয়ে আনুমানিক দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ আগস্ট ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ১ নং কয়রা মাঝের আইট গ্রামে এ ঘটনা ঘটে৷ সাংবাদিক জহুরুল ইসলাম দৈনিক খুলনা টাইমস পত্রিকার কয়রা প্রতিনিধি ও কয়রা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে আছেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক জহুরুল ইসলাম থানা অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত সাংবাদিক অন্যান্য ব্যবসার পাশাপাশি বাড়ির সাথে ২০ শতাংশ জমিতে গভীর করে পুকুর তৈরী করে (৫-৬) বছর বাণিজ্যিক ভাবে মাছ চাষ করে আসছে। খাদ্য দিয়ে মাছ বড় করছে কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। তার সাথে স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজাউল করিমের বিরোধ ছিলো। কে বা কারা রাতের আধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। তার পুকুরে থাকা বেশির ভাগ মাছ মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ক্ষতিগ্রস্ত সাংবাদিক জহুরুল ইসলাম জানান, গত ৩ মাস আগে তিনি বাড়ির পুকুরে বিভিন্ন জাতের ছোট (ধানি পোনা) ১০ কেজি ছাড়েন।এতো দিন প্রতিদিন নিদিষ্ট পরিমাণ খাদ্য দিয়ে এখন সবমিলিয়ে তার পুকুরে ৮ থেকে ১০ মণ মাছ ছিল। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার কথা ছিল।বুধবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে তিনি দেখেন, মাছগুলো ভেসে উঠছে। দুপুরের মধ্যে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
সাংবাদিক জহুরুল ইসলাম অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য ঢালী রেজাউল করিমের সাথে বিরোধ চলছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আমার পরিবারের বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পেরে গত রাতে পুকুরে বিষ প্রয়োগ করে তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢালী রেজাউল করিম বলেন, 'আমি এই বিষয় কিছুই জানিনা। আমাকে ফাসাতে শত্রুতা মুলক ভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে । আমরা করলাম নাকি তৃতীয় পক্ষ করলো, না সে আমাদের ফাঁসাতে নিজের পুকুরে নিজে বিষ দিছে , তদন্ত করে দেখেন।'
এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, , 'ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়ে ছিলাম। ক্ষতিগ্রস্ত সাংবাদিক লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.