নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবা উপজেলায় সমাজকল্যাণ পরিষদের অনুদান- ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও স্ট্রোকে প্যারালাইজড সহ জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন চিকিৎসা সাহায্যের চেক বিতরণ করা হয়েছে। এসময় উপকারভোগী সদস্যদের মাঝে সুদমুক্ত ঋণের চেকও বিতরণ করা হয়।
বুধবার (২৩ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো: আয়েন উদ্দিন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা: আরজিয়া বেগম ও মো: ওয়াজেদ আলী খাঁন।
উপস্থিত ছিলেন উপকারভোগী সদস্য. উপজেলা সমাজসেবা দপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য এদিন ৩০ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে প্রতিজনকে ৫০ হাজার টাকা এককালীন চিকিৎসা সাহায্য বাবদ মোট ১৫ লক্ষ টাকা বিতরণ করা হয়। এছাড়াও ১৫ জন উপকারভোগীর মাঝে সুদমুক্ত চার লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.