মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি হচ্ছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে নতুন করে আরো ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৪৩ জন। জেলা হাসপাতালে এপর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা এটাই সর্বোচ্চ। এরমধ্যে একজন বেসরকারী হাসপাতালে। অন্যরা সবাই সরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রতিবেদন অনুযায়ী জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩১৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ২২ জন অন্যত্র রেফার্ড করা হয়েছে।
সূত্র অনুযায়ী জেলায় সবচেয়ে বেশি রোগী ১৫৭ জন চিকিৎসা নিয়েছেন সামেক হাসপাতালে। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী ৫৬ জন কলারোয়ায়। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে ৩৬ জন, কালিগঞ্জে ২২ জন, শ্যামনগর ও দেবহাটায় ১২ জন করে, তালায় ১১ জন, আশাশুনি ৪ জন এবং বেসরকারী হাসপাতালে ৭ জন।
এ পর্যন্ত জেলায় ৪ জন রোগী মারা গেছেন। এরা সবাই সামেকে ভর্তি ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.