মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরা কলারোয়া কাকডাঙ্গা সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শনিবার (২৬ আগস্ট) কাকডাঙ্গা সীমান্ত এলাকার বটগাছতলা পাকারাস্তা থেকে উক্ত স্বর্ণের বারসহ আটক ব্যক্তির নাম মোঃ ফারুক হোসেন (৪২)। সে কলারোয়ার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। আটক স্বর্ণের বারের মূল্য ৫৭ লাখ ৭৩, হাজার ৭৪৩ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেড কোয়াটারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ২৬ আগষ্ট কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি’র এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা পাকারাস্তা এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার হবে।
উক্ত তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। বেলা অনুমান ১২টার সময় আভিযানিক দল উক্ত এলাকা দিয়ে ভ্যানযোগে গমনকালীন সময়ে মোঃ ফারুক হোসেনকে আটক করে এবং আটককৃত ভ্যানগাড়ি তল্লাশী করে ৬টি স্বর্ণবার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম।
আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.