কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের হকারাই নামক স্থানে অবস্তিত জামিয়া মোহাম্মদিয়া হকারাই হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের মাঝে ড্রেস বিতরণের অনুষ্ঠান আজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাওলানা ফয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শামছুদ্দীন শায়খে দুর্লভপুরী।এসময় উপস্থিত ছিলেন মাওলানা শিহাব উদ্দীন বড়চতুলী,মাওলানা কবির উদ্দীন, হাফিজ মাওলানা আব্দুল্লাহ,ক্বারী মাওলানা আবুল হোসাইন,হাফিজ শামছুদ্দীন, মাওলানা আবু বক্কর, হাফিজ শাহান আহমদ,প্রমুখ।মাওলানা শামছুদ্দীন শায়েখ দূর্লভপুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন,আল্লাহ রাব্বুল আলামীন একমাত্র তাঁর উপাসনা করার জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরন করেছেন। তাক্বওয়া ও পরহেজগারীর মাধ্যমে মালিকের নৈকট্য লাভ করা সম্ভব। ইহকালীন ও পরকালীন সুখ শান্তি বিনির্মাণে খোদা ভীরুতা অর্জন আমাদের সবাইকে করতে হবে। কৌমি মাদ্রাসা হলো দ্বীন ইসলাম রক্ষার এক একটি শক্তিশালী দুর্গ। এ দুর্গগুলির হেফাজত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। যতদিন কৌমি মাদরাসা গুলি তার অতীত ঐতিহ্য নিয়ে বহাল থাকবে ততদিন এ বিশ্বে সত্যিকারের দ্বীন ইসলাম থাকবে।এই জামিয়া মোহাম্মদিয়া হাফিজিয়া হকারাই মাদ্রাসার মাধ্যমে হাজার হাজার হাফিজে কোরআন তৈরী হবে ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.