মেহেরপুর প্রতিনিধিঃ সড়ক পার হয়ে মায়ের কাছে আসতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ইয়ানুর (৫) নামের এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে জেলার গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের আঞ্চলিক সড়কে দুর্ঘটনার পর মঙ্গলবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু ইয়ানুর গাংনীর বালিয়াঘাট গ্রামের ভ্যান চালক আব্দুল্লাহর ছেলে।
জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে থাকা মুদি দোকানে ইয়ানুরের মা মশার কয়েল কিনতে গেলে সে মায়ের পিছু পিছু যায়। এসময় তার মা সড়ক পার হয়ে আসলেও ইয়ানুর পিছ পড়ে। পরে সড়ক পার হয়ে মায়ের কাছে আসার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দী আলশেফা ক্লিনিকে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে শিশু ইয়ানুরের মরদেহ নিজ গ্রামের বাড়িতে এসে পৌছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.