শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর এলাকার দেওয়ান পাড়া থেকে নিজ বাসভবনের নিচতলায় অনলাইন ক্যাসিনো কারবারের সঙ্গে জড়িত থাকায় এক যুবককে আটক করেছে সিআইডি বাংলাদেশ পুলিশের একটি বিশেষ শাখা।একটি সূত্র জানায়, দীর্ঘদিন সিরাজগঞ্জের শাহজাদপুরের অ্যাডভোকেট আফতাব হোসেনের পুত্র রানা তার নিজস্ব ভবনের নিচতলাতে কম্পিউটারে অনলাইন ব্যবসার নামে অনলাইন ক্যাসিনো খেলার সঙ্গে জড়িত ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম নেতৃত্বে ঢাকা থেকে এসে শাহজাদপুর থানা পুলিশের সহযোগীতায় গতকাল বুধবার ভোরে তার বাসায় অভিযান চালায় । অভিযান চলাকালে অনলাইন ক্যাসিনতে ব্যবহৃত প্রায ১৫ থেকে ১৮ টি কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করে। এ সময় অভিযুক্ত রানাকে (৪০) গ্রেফতার করা হয়। একটি গোপন সূত্রে জানা গেছে, শাহজাদপুরে আরো একাধিক ব্যক্তি এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয় ।
শাহজাদপুর থানার এ এস আই সুমন চন্দ্র জানান, সিআআডি পুলিশ অভিযুক্ত রানাকে আটক করে ঢাকায় নিয়ে যায় । এদিকে ক্যাসিনোর ঘটনায় গোটা শাহজাদপুরে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.