বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে মৌন মিছিল করেছে বিএনপি। বুধবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে বিএনপির কার্যালয় থেকে এই মৌন মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্র্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। বক্তব্যে তিনি বলেন, গত ১৫ বছরে বিএনপির প্রায় সাড়ে ছয়শ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে। এদের মধ্যে অনেকে লাশ হয়ে ফিরে এসেছে। অনেকের সন্তান রোজ কলিং বেলের শব্দ শুনে হারিয়ে যাওয়া স্মজন ফেরার আশায় দরজায় ছুটে যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজের স্মজন হারানোর বেদনার কথা বলেন কিন্তু এদের কষ্টের কথা কি তিনি জানেননা। তাই অভিশপ্ত এই সরকারের পতন অনিবার্য। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রীনা পারভিন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সুফি, সদস্য সপিউজ্জামান পাটোয়ারী সহ জেলা উপজেলা বিএনপি ও অংগ সংঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল ও সক্ষিপ্ত পথসমাবেশে বিভিন্ন উপজেলা থেকে সহস্রাধিক নেতা কর্মী অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.