রনি মিয়া,স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রুপ ভিত্তিক দিনব্যাপী কৃষক/কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা হয়েছে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের আওতাধীন ২টি ইউনিয়ন থেকে প্রান্তিক পর্যায়ে বাছাইকৃত প্রকৃত প্রথম ব্যাচে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক খামারবাড়ি (শষ্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ কৃষিবিদ মোহাম্মদ শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপত্বিতে,
প্রধান অতিথি বক্তব্য রাখেন মোহাম্মদ শওকত ওসমান মজুমদার তিনি যানান, প্রতিটি অনাবাদী ও পতিত জমি চাষের আওতায় আনতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যার অনুপাতে উৎপাদন বাড়াতে প্রযুক্তি নির্ভর চাষাবাদের বিকল্প নেই। নতুন এই প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের উৎপাদন বৃদ্ধির প্রকল্প নেওয়া হয়েছে। স্মরনকালের এ বন্যা পুনর্বাসনে কৃষকদের সহযোগিতার আশ্বাস দেন।
কৃষি কর্মকর্তা জানান, রোপা আমন ধানের বীজতলা ও রোপা আমন এর লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দেন ও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ হবে কৃষক ভাইয়েরা যে কোনো সমস্যা হলে নিকটস্থ ব্লকে উপসহকারী অফিসে পরামর্শ নিতে পারেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.