প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৩, ২:৩১ পি.এম
কোনো অপমানই এখন আর গায়ে লাগে না: চঞ্চল চৌধুরী
আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপমান-অপদস্থের সম্মুখীন হই। আবার পরিস্থিতির কারণে তা সহ্যও করতে হয়। আর এ বিষয়টি প্রযোজ্য সবার ক্ষেত্রে। সে হোক না সেলিব্রেটি, খোলোয়াড় কিংবা সাধারণ মানুষ। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি আঘাত সহ্য করতে হয় তারকাদের। শিকার হতে হয় কটাক্ষের।এবার এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বুধবার (৩০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন তিনি।
পোস্টে একটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘কোনো অপমানই এখন আর আমার গায়ে লাগে না। সেটা হোক সামাজিক যোগাযোগমাধ্যমে অথবা ব্যক্তিজীবনে। কারণ, বয়স যেমন হয়েছে, ধৈর্য বেড়েছে পাল্লা দিয়ে…। এটা আমার দুর্বলতা নয়।’
হঠাৎ কী এমন হলো যে অভিনেতা এমন পোস্ট করলেন। প্রিয় তারকার এমন পোস্টে রহস্যের দানা বেঁধেছে তার ভক্তদের মনে।
চঞ্চলের এ পোস্টে বেশির ভাগ মন্তব্যকারীই তার সঙ্গে সহমত পোষণ করেছেন।
এখন প্রশ্ন হচ্ছে: কথাগুলো কি অভিনেতা নিজের জীবন থেকে লিখেছেন, নাকি কোনো সিনেমার সংলাপ বা অন্য কিছু?
এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। কেননা, যে ছবির ক্যাপশনে তিনি এমনটা লিখেছেন সম্প্রতি সেই লুকেই ধরা দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ছবিতে।
এতে মধ্যবয়সী একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। অনেকেই ধারণা করছেন, হয়তো ‘মনোগামী’ সিনেমার সংলাপ এটি। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে সংগীতশিল্পী ও মডেল জেফার রহমানকে।
চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ১২টি সিনেমার একটি ‘মনোগামী’।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.