এম এ হানিফ রানা,স্টাফ রিপোর্টারঃ " একে অপরকে সচেতন করি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি " এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের জয়দেবপুরে " এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন ( AMCSF) আয়োজনে অনুষ্ঠিত হলো এক বিশাল সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরন কর্মসূচি। সকাল সারে নয়টায় " গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় হতে এ র্যালি নগরীর বেশ কিছু রাস্তা প্রদক্ষিণ করে। ডিসি অফিসের সামনে কিছুটা সময় অবস্থান কর্মসূচি পালিত হয়। তারপর গাজীপুর সদর প্রেস ক্লাব হয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মূল প্রবেশ পথে অবস্হান করে। তখন ডেঙ্গু নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ সচেতন মূলক কথাবার্তা সকলের উদ্দেশ্য বলেন।
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ডা: এবামুল কবির এ সময় ডেঙ্গু রোগের লক্ষ্মণ, করনীয় বিষয় সেই সাথে কিভাবে প্রতিকার করা যায় সে বিষৈ বলেন বিস্তারিত আলোচনা করেন।
এবং কোমলমতি শিক্ষার্থীদের এ রোগের সম্পর্কে বিস্তারিত ভাবে করনীয় বিষয় সম্পর্কে বলা হয়।
এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন (AMCSF) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ রানা বলেন, যেহুতে আমাদের মা ও শিশুদের নিয়ে কার্যক্রম তাই তারই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ও র্যালীতে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কোমলমতি কিছু শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রদক্ষেপ গ্রহন করা। উক্ত বিদ্যালয়ের প্রদান শিক্ষিকা উজ্জ্বলা রানী সাহাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য। আমরা মনে করি এই র্যালীতে লিফলেট বিতরনের পাশাপাশি যদি শিক্ষার্থীদের ডেঙ্গু বিষয়ে বিস্তর তথ্য ও সচেতন করা যায় তাহলে স্কুল কলেজের ছাএ ছাএীরা অনেকাংশে সুস্থ থাকেবে। সেই সাথে একটা শিক্ষার্থী তার বাসায় এ বিষয়ে আরো সচেতন করে তুলতে পারবে সকলকে।এভাবে একটা সমাজ এবং একটা শহর থেকে দেশ। সবখানেই সচেতনতা বারবে বলে আশা করা যায়। যেভাবে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে তাতে করে সকলকে আরো সচেতন হতে হবে এ বিষয়ে।
পরে শিক্ষার্থীরা ডেঙ্গু বিষয়ক নানান দিক তুলে ধরে বক্তব্য দেন। ডেঙ্গু বিষয়ে বক্তৃতায় স্পষ্টভাবে উঠে এসে করনীয় অনেক দিকগুলো।
এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশনের ডেঙ্গু প্রতিরোধে বিষয়ক এই কার্যক্রমে উপস্হিত ছিলেন এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ মনির খান, ১নং ভাইস চেয়ারম্যান হযরত আলী ২নং ভাইস চেয়ারম্যান গাজী লিয়াকত হোসেন সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ রানা, অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সহ নারী বিষয়ক সম্পাদক সুমা রানী কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ
শিকদার।
AMCSF এর গাজীপুর জেলা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক তারিকুল জুয়েল,সাংগঠনিক সম্পাদক এম এস এ বাবু, প্রচার সম্পাদক রিফাত আহমেন, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক মীনা রানী সহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.