শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি এর কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে অংশীজন অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০ঃ৩০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার দীপঙ্কর সাহা ও প্রজেক্ট অফিসার বিপ্লব তরফদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালক মোহাম্মদ আহমেদুল হক।
তিনি বলেন ঘূর্ণিঝড় দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি বঙ্গবন্ধুর সৃষ্টি, তিনি ৭০ সালে ঝড়ের সময় স্বেচ্ছাসেবক সাথে কথোপকথন মাধ্যমে উৎসাহিত করেছিলেন । উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি বাস্তবায়নে সিপিপি স্বেচ্ছাসেবকদের কার্যক্রম খুবই প্রশংসিত। ১৯৭০ সাল থেকে সিপিপি কার্যক্রম প্রেক্ষাপট তুলে ধরে বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সিপিপি কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতা করছেন।
উক্ত অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) এবাদ হোসেন , উপজেলা উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, সিপিপি শ্যামনগর সিনিয়র সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ, প্রকল্প কর্মকর্তা মাহবুবুর রহমান, তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা , কর্মশালায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক শেখ শফিকুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মৌতলা ইউনিয়ন পরিষদের ফেরদৌস মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, নলতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ,কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কালিগঞ্জ উপজেলার সিপিপি কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে কালিগঞ্জ উপজেলার প্রতিটি ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা ওয়ার্ড ইউনিয়নে সিপিপি স্বেচ্ছাসেবকদের নিয়োগ দেওয়া হবে।
দুর্যোগ ঝুঁকি হ্রাস ও দুর্যোগ মোকাবেলায় কাজ করবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.