বিলালুর রহমান,সিলেটঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দেশের তরুন সমাজ বর্তমানে তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে এখন অনেকটা এগিয়ে গেছেন। গ্রামের অতি সাধারণ মানুষের হাতে হাতে এখন স্মার্ট ফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হসিনার মিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকার কাজ করে যাচ্ছে। আমার নিবার্চনী এলাকার মধ্যে প্রথমে জৈন্তাপুর ইউনিয়নে নাগরিক সেবা এখন ডিজিটাল প্রযুক্তি'তে অন্তভূর্ক্ত করা হয়েছে। স্মার্ট উন্নত ডিজিটাল নাগরিক সেবা পদ্ধতি চালু করায় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সহ সংশ্লিষ্ট সবাই-কে ধন্যবাদ জানান।
গত ১ লা সেপ্টেম্বর শুক্রবার সকালে তিনি নিজ ইউনিয়নে তথ্য প্রযুক্তি'র আওতায় ডিজিটাল নাগরিক সেবা কার্যক্রম উদ্বোধন কালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম, গোয়াইনঘাট সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, ইমরান আহমদ সরকারী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন ।
অনুষ্ঠান এই ইউনিয়নের বাসিন্দা সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র হাতে ডিজিটাল নাগরিকত্ব সনদ তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মো: মুজিবুর রহমান ও ছাত্রনেতা সাইফুল ইসলাম।
এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন, আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.