আসাদুজ্জামান সনেট,কালীগঞ্জ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে দলের যশোর রোডস্থ্য অস্থায়ী কার্যলয় থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সাংসদ আলহাজ¦ এম শহীদুজ্জামান বেল্টু ও জেলা বিএনপির নেতা কেএম হারুনর রশিদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিশাল এক র্যালী শুরু করলে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি বাধায় র্যালী না করতে পেরে যশোর রোডের অস্থায়ী কার্যলয় প্রাঙ্গনে আলোচনা সভা করে। আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানসহ নিহতদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্দ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসন থেকে পরপর চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ এম শহীদুজ্জামান বেল্টু বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনার পাশাপাশি দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শর্তহীন মুক্তিসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ নিয়ে আমাদের আন্দোলন। তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধিনে সুষ্ঠ্য নির্বাচনের আন্দোলনে সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে আহবান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হারুণ অর রশিদ মোল্লা, বিএনপি নেত্রী সাবেক সাংসদ পতœী মুরশিদাজ্জামান পপি, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ইসরাইল হোসেন জীবন ও সাবেক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লুৎফর রহমান লেন্টু।
কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ¦ মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তৃতা করেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ও কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিলন বিশ্বাসসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.