বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হয়েছে। উত্তরের সমতল অঞ্চলের চা চাষী এবং কারখানা কতৃপক্ষের দাবীর প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যে এই নিলাম কেন্দ্র শুরু হলো বলে মন্তব্য করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। শনিবার দুপুরে জেলা শহরের সরকারি অডিটোরিয়ামে তৃতীয় এই চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী। উদ্বোধনী অনুষ্ঠানে চা চাষি, ব্যবসায়ি, এবং স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা যোগ দেন। অনুষ্ঠানটি আয়োজন করে স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স এসোসিয়েসন অব বাংলাদেশ। জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনায় আরও বক্তব্য রাখেন রেল মন্ত্রী নুরুল ইসলাম ইসলাম সুজন, পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মোজাহারুল হক প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট , পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স এসোসিয়েসন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী তার বক্তব্যে বলেন বাংলাদেশের চায়ের ইতিহাস অনেক পুরোনো। শ্রীমঙ্গলে ২য় চা নিলাম কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে ১’শ বছর পর। সেই তুলনায় পঞ্চগড়ে চা চাষের অত্যন্ত কম সময়ের মধ্যে চা নিলাম কেন্দ্র হলো। কিন্তু চা নিলাম কেন্দ্র হয়ে কার লাভ? চাষিরা যদি নায্য দাম না পায় তাহলে নিলাম কেন্দ্র করে লাভ নেই। তাই চাষিরা যাতে কাঁচা চা পাতার সঠিক মুল্য পায় এই জন্য আমরা আরও উদ্যেগ নেবো। চাষিরা যাতে সঠিক মুল্য পায় এজন্য এখানে চা নিলাম কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। পরে তিনি অনলাইনের মাধ্যমে চা নিলাম করে চা নিলাম কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন। তৃতীয় এই চা নিলামকেন্দ্রে প্রথম সুপ্রীম টি ফ্যাক্টরীর ১’শ কেজী তৈরী চা পাতা নিলাম হয়। চৌধুরী ট্রেডার্স ৫৪৩ টাকা কেজী দরে এই চা পাতা ক্রয় করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।