ঈদগাঁও প্রতিনিধি,কক্সবাজারঃ কক্সবাজারের ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের প্রস্তুতিমূলক দ্বিতীয় সাধারণ সভা আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও বাজারের বে-বেঙ্গল নিউজ ডটকম কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অনলাইন প্রেস ক্লাব সভাপতি ও ঈদগাঁও নিউজ ডটকম চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সিবিএন প্রতিনিধি শেফাইল উদ্দিনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন অত্র প্রেস ক্লাবের সহ-সভাপতি, বে-বেঙ্গল নিউজ ডটকম সম্পাদক ও প্রকাশক ওসমান সরওয়ার ডিপো।
সভায় অনলাইন প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন, চলতি সালের কর্মপরিকল্পনা প্রণয়ন, স্থানীয় প্রশাসন, শৃঙ্খলা- বাহিনী, জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের সাথে যোগসূত্র স্থাপন, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের ঈদগাঁও সফর সফল করা, মহান বিজয় দিবস উদযাপন ও অনলাইন প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে অনলাইন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন, সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, কমিটির নানা পদবীতে যোগ্যতা ভিত্তিক পদায়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করা, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকদের দুঃসময়ে পাশে থাকা, যে কোনো অপরাধের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ, প্রেস ক্লাবের কর্ম তৎপরতা সর্বত্র ছড়িয়ে দেয়াসহ সাংগঠনিক নানা বিষয়ে জোর দেয়া হয়।
সভায় আলোচনায় অংশ নেন কক্সবাজার বাংলা নিউজ ২৪ ডট কম প্রতিনিধি এম, শফিউল আলম আজাদ, ঈদগাঁও ২৪ ডট কমের মিছবাহ উদ্দিন, বে- বেঙ্গল নিউজ ডটকমের এম, ছরওয়ার সিফা, চ্যানেল কক্সের মনছুর আলম, দৈনিক অগ্নিশিখা অনলাইনের নাসির উদ্দিন পিন্টু, এটিভি সংবাদের মোজাম্মেল হক, দৈনিক নতুন বাজার ডট কমের কাউছার উদ্দিন শরীফ, সিসিএনের শহীদুর রহমান রাফিসহ সংশ্লিষ্ট অনলাইন সাংবাদিক বৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।