মোঃ ওসমান গনি ইলি,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাঁতার কেটে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে আরমান (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
শনিবার (০২) সন্ধা ইসমাবাদ গজালিয়া এলাকার ঈদগাঁও নদীতে এ ঘটনা ঘটে।
ঈদগাঁও ইউনিয়ন মেহের ঘোনা ৪নম্বার ওয়ার্ড ছাবের আহমেদ ছেলে।
নিখোঁজ মোহাম্মদ আরমান (২৫) উপজেলার ঈদগাঁও ইউনিয়ন মেহের ঘোনা ৪নম্বার ওয়ার্ড ছাবের আহমেদ ছেলে।
নিখোঁজের শ্বশুর সিরাজুল ইসলাম জানান,
প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় কাজ শেষ করে শ্বশুর বাড়িতে ফেরার সময় খালটি পারাপার করতে হয়, কিন্তু অন্য দিনের তুলনায় ঘটনার দিন পাহাড়ি ঢলের শ্রুত বেশিছিল,এসময় তার সাথে থাকা বাকি দুইজনের সাথে আরমানও নদীতে নামলে
থাকা দুইজন সাঁতার কেটে নদীর তীরে উঠতে আসতে পারলেও আমার মেয়ের স্বামী আরমান নদীতে ডুবে নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শী, ফজলুল হক, রাশেল মিয়া জানান,তারা এক সাথে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন।
নদী পারাপার হওয়ার সময় তারা একই সাথে ছিলেন, আগের দিনের চেয়ে ঘটনার দিন শ্রুত একটু বেশি হওয়াতে কেও আগে কেও পরে হয়ে যায়,
ফজলুল হক ও রাশেল সাঁতার কেটে নদীর তীরে উঠে আসর পর আরমানকে দেখতে না পেয়ে আশপাশের মানুষকে ডাকাডাকি করে, পরে সম্ভাব্য অনেক জায়গা খুঁজেও তার খোঁজ পাওয়া যায়নি।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তা সুমেন বড়ুয়া বলেন ,ঈদগাঁওর খালে ডুবে এক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়ার পরপর আমরা ঘটনাস্থলে আসি।
কিন্তু রাতে অন্ধকার ও নদীর শ্রুত বেশি হওয়াতে উদ্ধারের কার্যক্রম চালানো সম্ভব হয়নি।
পরদিন সকলে রবিবার ডুবুরি টিম নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান তিনি।
রাত ১১ টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে খোঁজ না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবির।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.