এশিয়া কাপে সুপার ফোর খেলতে সন্ধ্যায় পাকিস্তান যাচ্ছেন টাইগার ওপেনার লিটন দাস। শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠায় এশিয়া কাপে খেলতে আর বাঁধা নেই তার।
জ্বরে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছিলেন লিটন দাস। তার ছিটকে পরার মতো টাইগাররাও প্রায় ছিটকে পরছিল টুর্নামেন্ট থেকে। কিন্তু শেষমেশ মিরাজ-শান্তদের ক্রিকেট নৈপুণ্যে সুপার ফোর নিশ্চিত করে টাইগাররা। দলে ফিরে আসে স্বস্তি। এমন স্বস্তির মধ্যে আরো একটা ভালো খবর সুপার ফোরে খেলতে পাকিস্তান যাচ্ছেন লিটন।
ইনজুরি এশিয়া কাপ থেকে নিজেকে আগেই সরিয়ে নেন তামিম। এরপর লিটনের জ্বর আর ব্যাকআপ সাইফের ডেঙ্গু। সবমিলিয়ে ওপেনিং নিয়ে চরম দুশ্চিন্তায় পরে যায় দল। শেষপর্যন্ত এশিয়া কাপের ৩২ জনের স্কোয়াডের বাইরে থাকা এনামুল বিজয়ের ডাক পরে ঠিক টাইগারদের প্রথম ম্যাচের ২৪ ঘন্টা আগে।
তড়িঘড়ি করে বিজয়কে লঙ্কায় উড়িয়ে নিলেও প্রথম ম্যাচে জায়গা হয় সাইডবেঞ্চে। ওপেনিংয়ে ডেব্যু হয় তানজিদ তামিমের। সাথে জুটি গড়েন নাইম শেখ। তবে প্রথম ম্যাচে ওপেনিংয়ের দায়িত্ব নিতে পারেনি দুজনের একজনও। ফলাফল ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে বড় পরাজয়।
লঙ্কানদের বিপক্ষে হারে এশিয়া কাপে টিকে থাকার সমীকরণ টাইগারদের সামনে। লাহোরে আফগানদের বিপক্ষে মেকশিফট ওপেনিংয়ে মিরাজেই ভরসা করে টিম ম্যানেজমেন্ট। যার সুফলও পেয়েছে দল। ১১৯ বলে ১১২ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে দলকে জয় এনে দেন মিরাজ। কিন্তু এদিনও দায়িত্বহীন নাইম। তাই ঘুরেফিরে যখন সুপার ফোরে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা। তখন খুশির খবর হলো দলে যোগ দিতে পাকিস্তানের পথে লিটন।
আগেই বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন, টাইগাররা যদি সুপার ফোরে যায়। তবে লিটন পুরোপুরি সুস্থ হলে দলের সাথে যোগ দেবেন। হয়েছেও তাই। আজ রাত ৯টায় কাতার হয়ে পাকিস্তান যাচ্ছেন এলকেডি।
আগামী ৬ সেপ্টেম্বর টাইগারদের সুপার ফোরের ম্যাচ। সেখানে যদি লিটন ওপেন করেন তবে হয়তো কাটা পড়তে পারেন নাইম শেখ। সেক্ষেত্রে মিরাজ-এলকেডিকে দেখা যেতে পারে ওপেনিংয়ে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.