মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে মাদকের বিভিন্ন সমস্যা, নাগরিকের ভাবনা ও প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ডেভলেপমেন্ট এজেন্সিস বাংলাদেশ (এডাব)।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাস ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া। এডাব মেহেরপুর জেলা শাখার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন দপ্তর কর্মকর্তা, এনজিও কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকের সাথে যুবসমাজের সম্পৃক্ততা ও এর ভয়াবহতা নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়াও মাদক প্রতিরোধে করণীয় সম্পর্কে পরামর্শ গ্রহণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.