চলতি মাসেই রাশিয়া সফরের পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা সাক্ষাৎ করবেন।
মার্কিন কর্মকর্তার বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, ইউক্রেনের যুদ্ধকে সমর্থন করার জন্য উত্তর কোরিয়া মস্কোকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করবে।
পরিকল্পিত বৈঠকের সঠিক অবস্থান কোথায় হবে তা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি।
উত্তর কোরিয়া বা রাশিয়া থেকে অন্যান্য মার্কিন মিডিয়ায় এই প্রতিবেদন প্রকাশিত হওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র নিউইয়র্ক টাইমসকে বলেছে যে কিম সম্ভবত সাঁজোয়া ট্রেনে রাশিয়া ভ্রমণ করবেন।
হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে, দুই দেশের মধ্যে অস্ত্র সমঝোতা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার নতুন তথ্য পাওয়া গেছে। এরপর দুই নেতার বৈঠকের বিষয়টি উঠে আসলো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.