মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর মডেল ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের আগস্ট মাসে রোগীদের প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে আজ।
মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী চলতি বছরের আগস্ট মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশ করেন।
পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট মাসে হাসপাতালের বহির্বিভাগে ৮ হাজার ১২৫ জন রোগী, অন্তঃবিভাগে ১ হাজার ৫৫৭ জন ও জরুরী বিভাগে ২ হাজার ৩৯০ জন রোগী সেবা গ্রহণ করেছেন। এরমধ্যে সর্বসাকুল্যে পুরুষ ৫ হাজার ২৫৫ জন ও মহিলা ৬ হাজার ৮১৭ জন রয়েছেন।
এছাড়া গর্ভবতী ও প্রসূতি বিভাগে গত আগস্ট মাসে ১২২টি নরমাল ডেলিভারি এবং ২৪টি সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে প্রায় দেশ শতাধিক নবজাতকের জন্ম হয়েছে। সেই সাথে, এই বিভাগের আওতায় প্রসব পরবর্তী সেবা হিসেবে ৫২০ জন নারীকে এএনসি এবং প্রসব পূর্ববর্তী সেবা হিসেবে ২৮২ জনকে পিএনসি সেবা প্রদান করা হয়।
পরিসংখ্যানবিদ আরও জানান, গত আগস্টে হাইড্রোসিল অপারেশন ১টি, হার্নিয়া অপারেশন ৪টি, অ্যাপেন্ডিসেকটোমি অপারেশন ১টি, ভ্যাজাইনাল হিস্টেরেক্টোমি অপারেশন ৩টি, সেবেসিয়াস সিস্ট ১টি, জরায়ু-মুখ ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ভায়া পরীক্ষা ২০০টি করা হয়েছে। এরমধ্যে ৪ জন নারীর ভায়া পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.