আজিম আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ সংকট নিরসনে জাতীয় সরকারের বিকল্প নেই মহাসচিব, ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশ ক্রমাগত ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামীলীগ সরকার দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে। জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের বিকল্প নেই।
বুধবার (৬ সেপ্টেম্বর) ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাথার আযোজনে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি ডা: এইচ. এম. মোমতাজুল করীমের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক মাওলানা শিহাব উদ্দীনের সঞ্চালনায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী যুব আন্দোলনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল।
প্রধান বক্তার বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অবৈধ সরকারের পদত্যাগের দাবী এখন গণদাবীতে পরিণত হয়েছে। দেশের সকল শ্রেণীপেশার মানুষ এই দাবিতে আজ রাজপথে নেমে এসেছে, জীবনের বিনিময়ে হলেও তারা অবৈধ সরকারের পতন চায়। ইতিহাস স্বাক্ষী দেয়, জুলুম নির্যাতন করে পৃথিবীর কোনো পরাশক্তিও টিকতে পারেনি, আওয়ামীলীগও টিকতে পারবে না ইনশাআল্লাহ।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা সহ-সভাপতি মাস্টার শরীফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা হুমায়ূন কবীর, সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মাদ রাসেল উদ্দীন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুফতী হাসানুর রহমান এজাজী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন আল মাহমুদ, ইসলামী যুব আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি মুফতী আলী হুসাইন, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতী নাজির আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিরাজ হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি মুহাম্মাদ নাঈম উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.