মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭৪০ মিলিগ্রাম ওজনের ৩১ টি দেশী তেজাবী (গহনা ভেঙ্গে পাকা করা) স্বর্ণের বারসহ দুই যুবক চোরাচালানীকে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার বৈকারী সীমান্তের বৈকারী সরদার পাড়া এলাকা থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত স্বর্ণ চোরাচালানীরা হলো সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের সীমান্তবর্তী বৈকারী গ্রামের মোঃ বাবর আলীর ছেলে মোঃ তুহিন (২০) ও একই গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন(২২)।
বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি বড় চালান বৈকারী সীমান্ত দিয়ে বাংলাদেশে থেকে ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপি’র নায়েক মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দলের সদস্যরা সকালে সীমান্ত এলাকায় অবস্থা নেয়। এসময় সকাল ৭টার দিকে সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৪৮ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী সরদার পাড়া এলাকা দিয়ে মটর সাইকেলে যাওয়ার সময় মোঃ তুহিন ও মোঃ সজিব হোসেনকে দু’টি মটরসাইকেল সহ আটক করে। পরে তাদের ব্যবহৃত দু’টি মটরসাইকলে তল্লাশী কের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭৪০ মিলি গ্রাম। যার আনুমানিক মূল্য ৬ কোটি ৩০ লক্ষ ৮৬ হাজার ৪৭৮ টাকা। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামীদেরকে থানায় সোপর্দ করে এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.