মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোলার লালমোহনে প্রতিষ্ঠা করা হয়েছে নূরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ল্যাব। তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করে গড়ার লক্ষ্যে ফ্রি ল্যান্সিংয়ে উদ্বুদ্ধ করতে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইনের উপর কোর্স করা হচ্ছে এ প্রশিক্ষণ কেন্দ্রে।
বৃহস্পতিবার হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রশিক্ষাথীনার্থীরা আইসিটি প্রশিক্ষণ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা তুলে ধরেন।
এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ২০১৮ সাল থেকেই লালমোহন ও তজমুদ্দিন উপজেলায় ফ্রি আইসিটি প্রশিক্ষণ চলছে। এর মাধ্যমে এযাবৎ কয়েকটি ব্যাচ বের হয়ে সফলভাবে ফ্রিল্যান্সিং করে আয় করছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীতেও এই ফ্রি আইসিটি ল্যাব ভূমিকা রাখবে।
এসময় কলেজ অধ্যক্ষ মো. নূরুল আমিন শাজাহান, জিহাদুল ইসলাম মুরাদ, প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ফয়সাল আমিন তন্ময় ও বিভিন্ন শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.