রিয়াজুল ইসলাম রিয়াজ,জেলা প্রতিনিধি নাটোরঃ নাটোরের লালপুরে চানাচুর বিক্রির ড্রামে করে গাঁজা বহনকালে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর লালপুর এলাকার জিয়া ঘোষের ছেলে জুমাত ঘোষ ওরফে জুলমত(৩২)এবং ঈশ্বরপাড়া (পূর্বপাড়া)গ্রামের সোনাউল্লাহ প্রামানিকের ছেলে
আলমগীর প্রামানিক (৪৫)।
শনিবার (৯ সেপ্টেম্বর)সকালে র্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে সংবাদ কর্মীদের জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার(৮ই সেপ্টেম্বর-২০২৩) সন্ধ্যায় লালপুর উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে তিনিসহ কোম্পানী উপঅধিনায়ক সহকারি পুলিশ সুপার নুরল হুদার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।এ সময় চানাচুর বিক্রির ড্রামে করে বহনকালে ৫ কেজি শুকনো গাঁজা,২টি মোবাইল, ২টি সীমকার্ড,১টি টিনের ড্রামসহ জুমাত ঘোষ ওরফে জুলমতকে গ্রেপ্তার করেন।তাকে জিজ্ঞাসাবাদে তথ্যের ভিত্তিতে জব্দকৃত গাঁজার মূল মালিক ঈশ্বরপাড়া গ্রামের আলমগীর প্রামানিকে গ্রেপ্তার করা হয়।তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কেনাবেচা করে আসছেন।জব্দকৃত গাঁজা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছে।পরে তাদের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল হোসেন জানান,শনিবার(৯ সেপ্টেম্বর ২০২৩) তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.