নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষীপুরস্থ কৃষক লীগের দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা কৃষক লীগের আয়োজনে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ মো: তাজবুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ওয়াজেদ আলী খাঁন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এন্তাজ আলী, আবুল হেসেন, আব্দুল কুদ্দুস খান, আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মোস্তফা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী আবুল হান্নান তংকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রিপন, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ভূমি বিষয়ক সম্পাদক আবুল হাসনাত কচি, মহিলা বিষয়ক সম্পাদক মারুফা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির আব্দুর রাজ্জাক, মহসিন আলী, আব্দুর রাজ্জাক সরকার বাবু, তহিদুল ইসলাম, আখতার রহমান, আফসার আলী, সহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।
আলোচনা সভায় আগামী ৩০ সেপ্টেম্বর গোদাগাড়ী উপজেলায় কৃষক সমাবেশ, মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার কারণে তাহেরপুর পৌরসভা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার কমিটি বিলুপ্ত ও জেলা কমিটিতে শূন্য পদে কো-অপশন বিষয়ে সিদ্ধান্ত এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।