স্টাফ রিপোর্টারঃ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাট্যকার ও নির্মাতা, অভিনেতা এবং রাজনীতিবিদ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাবেক জাতীয় ফুটবলার ও সংগঠক রেহানা পারভীন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সদ্য পরিচালক সিবিজিপিএস খন্দকার তারেক রায়হান, সাবেক অতিরিক্ত সচিব ও ব্যবস্থাপনা পরিচালক কমিউনিটি ক্লিনিক ইউনুস আলী প্রামাণিক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও লেখক নাজমুল হুদা, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য মতি শিউলী, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শরীফুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানবাধিকার নেতা ও সংগঠক পিরিত সিমরান, গবেষক সোহেল তালুকদার, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬ নং ইউনিট মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লায়ন নুরুন্নাহার।
রাইট টক বাংলাদেশের পরিচালক আল আমিন এম তাওহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি এবং সংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এম হাফিজ এবং সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নাট্যকার সিদ্দিকুর রহমান বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন। আজ আমরা বঙ্গবন্ধুর দেখানো পথেই হাঁটছি। তাঁর সুযোগ্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ তার লক্ষ্যমাত্রায় পৌঁছেছে।
রাইট টক বাংলাদেশ সংগঠনের বিষয়ে বলেন, এই সংগঠন সুন্দর চিন্তাশক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে। সামনের দিকে সকলের কাছে বৃহৎ ও জনপ্রিয় সংগঠন হিসেবে পরিচিতি পাবে। তরুণ প্রজন্মই গড়বে আগামির স্মার্ট বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি খন্দকার তারেক রায়হান বলেন, বঙ্গবন্ধু সকল আন্দোলন সংগ্রামের মহান নেতা ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন। ৫২ এর ভাষা আর ৭১ এর স্বাধীনতার মহান নেতা ছিলেন তিনি। বঙ্গবন্ধু সবসময় সাধারণ মানুষদের নিয়ে চিন্তা করতেন।
সাবেক জাতীয় ফুটবলার রেহানা পারভীন বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একজন খেলা প্রেমিক এবং ফুটবল ক্রিকেটারদের খুব বেশি পছন্দ করেন। তার সুন্দর চিন্তাভাবনায় আজ ক্রীড়া অঙ্গন এগিয়ে গেছে এবং বিশ্বের বুকে বাংলাদেশ নামক দেশকে চিনতে পারছে।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ছেড়ে খেলাধুলায় মনোযোগ দিতে। সামাজিক সংগঠনের সাথে নিজেদের সম্পৃক্ততা বাড়াতে হবে। নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এছাড়াও সংগঠনের অন্যান্য অতিথি বলেন, রাইট টক বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে মনে করা যায় সকলের কাছে একটা দক্ষ সংগঠন হিসেবে জনপ্রিয়তা পাবে।
এতে আরো বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব ইউনুস আলী প্রামাণিক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নাজমুল হুদা, শেখ শরিফুল ইসলাম, নির্বানল ৭১ এর আবিস্কারক ইঞ্জিনিয়ার জাকারিয়া, মতি শিউলী, সোহেল তালুকদার, লায়ন নুরুন্নাহার প্রমুখ।
সংগঠনটির সকল সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.