রানা খান,শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাওনা -বরমী আঞ্চলিক সড়কে গার্মেন্টসের শ্রমিক আনা নেওয়ার কাজে ব্যবহৃত বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ৩০ ফুট নিচে পড়ে মফিজ উদ্দিন ওরফে ভান্ডরি (৪০) নামে একজন নিহত হয়েছে।
নিহত মফিজ উদ্দিন পেশায় বাস চালক।সে দুর্ঘটনা কবলিত বাসটিতে করে কাওরাইদ এলাকায় রাখা তার বাস আনতে যাচ্ছিল। বাসটি বরমী ইউনিয়নের নলজোরা সেতুর কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টেলিফোনের খুঁটিতে আঘাত করে। এ সময় মফিজ উদ্দিন বাস থেকে ছিটকে পড়েন। এদিকে টেলিফোনের খুঁটি উপড়ে গায়ে পড়লে তিনি নিহত হন। দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো বাসটির চালক গুরুতর আহত হন। তবে এ সময় বাসে কোনো যাত্রী ছিল না।
১২ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭টার দিকে মাওনা টু বরমী আঞ্চলিক সড়কের বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের নলজোরা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত মো. মফিজ উদ্দিন (৪০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি মাওনা আমতলী এলাকায় এম, এম নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বহন করা একটি বাসের চালক ছিলেন। আহত বাসচালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক বহনকারী বাসগুলোর বেশিরভাগ চালকদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স, বাসের নেই ফিটনেস।লক্কর জক্কর বাসগুলো প্রায়ই দুর্ঘটনা কবলিত হয়। ফিটনেস বিহীন এই বাসগুলো প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলে জনগণের প্রশ্ন। প্রশাসন যদি ঠিকমত তদারকি করে তাহলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.