মেহেরপুর প্রতিনিধিঃ ২০২৩-২৪ অর্থবছর কর্মসূচির আওতায় মাষকলায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও মাসকলায়ের বীজ বিতরণ অনুষ্ঠানের করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সার ও বীজ বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপরের সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিতরণ করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন। গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়,এ মৌসুমে উপজেলার ৮শ,৫০ জন চাষীকে মাশকলাই বীজ প্রনোদনা হিসাবে প্রদান করা হয়। এবং ডিএপি ১০ কেজি ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.