মাসুম বিল্লাহ,জেলা প্রতিনিধি বগুড়াঃ বগুড়া শেরপুরে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ চুরির ঘটনার ১৮ দিনের মাথায় একটি কাভার্ট ভ্যানসহ ৪ জন কে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। গতকাল ১১ সেপ্টেম্বর সন্ধা সাড়ে সাতটায় প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন শেরপুর থানা পুলিশ। ব্রিফিংয়ে জানা যায় মীর সাদিকুল হাসীব বিআরবি কেবল ইন্ডাট্রিজ লিঃ এর শেরপুর (বগুড়া) বিআরবি বিক্রয় কেন্দ্র, ধুনট মোড়, বিশ্বরোড় সংলগ্ন পোষ্ট- শেরপুর-৫৮৪০, শেরপুর পৌরসভা, থানা-শেরপুর, জেলা-বগুড়া এর ব্যবস্থাপক
অভিযোগ করেন যে, প্রতিদিনের ন্যায় তিনি ২৩.০৮.২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় বিআরবি বিক্রয় কেন্দ্র তালাবদ্ধ করিয়া বাসায় চলিয়া যান। পরের দিন ২৪/০৮/২০২৩ খ্রিঃ ভোর ০৪.০২ ঘটিকার সময় ০১৭০৯-৬৩৫৮২০ কুষ্টিয়া বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিঃ এর প্রধান কার্যালয়ের সিসি ক্যামেরার কন্ট্রোলরুম হতে মোবাইল ফোনের মাধ্যমে ০১৭৩০-৭৩৩৮৬০ শেরপুর (বগুড়া) ম্যানেজারকে জানান যে, তাহার বিক্রয় কেন্দ্রে চুরি হইতেছে। তিনি দ্রুত বিক্রয় কেন্দ্রে গিয়ে বিক্রয় কেন্দ্রের কলাপসিবল গেইট কেটে সাটারের ০৪ টি তালাসহ মোট ০৬টি তালা কাটা অবস্থায় দেখিতে পান। পরবর্তীতে ভিতরে চেক করিয়া দেখিতে পান যে, ভিতরে থাকা তিনটি ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ১১,৪৯৯.০০ টাকা এবং স্টোর রুমের পার্টিশন গ্লাস ডোর খুলিয়া বিআরবি কেবলইন্ডাট্রিজ লিঃ এর বিভিন্ন প্রকার ও সাইজের ক্যাবল মালামাল, যাহার আনুমানিক মূল্য ৩৩,৮২,৬৮৯.৯৪/=(তেত্রিশ লক্ষ বিরাশি হাজার ছয়শত উননকাই টাকা নেই) টাকাসহ সর্বমোট ৩৩,৯৪,১৮৮.৯৪/= (তেত্রিশ লক্ষ চুরানব্বই হাজার একশত আটাশি টাকা চুরানব্বাই পয়সা) অজ্ঞাতনামা চোর/চোরেরা নিয়া গিয়াছে। ২৪.০৮.২০২৩ ইং তারিখ শেরপুর থানাধীন বিআরবি কেবল ইন্ডাট্রিজ লিঃ এর শেরপুর (বগুড়া) বিআরবি বিজ্ঞনা কেন্দ্র ধুনট মোড়, বিশ্বরোড় সংলগ্ন রাত আনুমানিক ১২.৪৫ ঘটিকা হইতে ২৪.০৮.২০২৩ ইং ভোর আনুমানিক ৪.২০ ঘটিকার মধ্যে
যে কোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা সঙ্গোপনে বিক্রয় কেন্দ্রে কলাপসিবল গেইট কাটিয়া সাটকের তালা
ভাঙিয়া এবং গ্লাস ডোর খুলিয়া ভিতরে প্রবেশ করিয়া নগদ টাকা পয়সা এবং বিআরবি কেবল মালামাল চুরি ও
অংসা তালাগুলো গিয়াছে। বাদীর উক্ত অভিযোগের ভিত্তিতে সুত্রে বর্নিত মামলাটি রুজু করিয়া এসআই সাঈফ আহমেদ এর উপর অর্পন করা হয়।
পুলিশ সুপার বগুড়া মহোদরে সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুর সার্কেল এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করিয়া ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর হইতে অত্র ঘটনার সহিত জড়িত মূল আসামী ১। রিপন খান জাফর(২৬),পিতা-মোঃ ইউসুফ খান, সাং-হরিদ্রাবাড়ীয়া, থানা-বরগুনা, জেলা-বরগুনা অদ্য ১২/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ভোর ০৪.০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে ডিএমপির ভাষানটেক,
কিশোরগঞ্জ সদর থানা,ঢাকা জেলার ধামরাই থানাসহ বিভিন্ন থানায় খুনসহ ০৭টি ডাকাতি মামলা রয়েছে।
আসামী রিপন খান এর দেখানোমতে চুরি কাজে একটি রেজিঃ বিহীন টাটা-৪০৭ মডেলের কাভার্ট ভ্যান,
(যাহার সামনের অংশ হলুদ, পিছনের অংশ নিলসহ হলুদ দাগ আছে, যাহার মুল্য অনুমান-৪,০০,০০০/-টাকা),
চোরাই তামার তার,এ্যালোমিনিয়াম তার এবং বিআরবি তার আসামী ২। মোঃ আয়নাল চৌধুরী (৪৮), পিতা-মোঃ
সামচুল হক চৌধুরী, স্থায়ী সাং-হাট বালিগাঁও, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সীগঞ্জ, বর্তমান সাং-লালহাটী
থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ, ৩। মোঃ নিজাম মোল্লা(২৮), পিতা-মোঃ খালেক মোল্লা, সাং-আড়িয়াল, থানা- টঙ্গীবাড়ী, জেলা-মুন্সীগঞ্জ, 81 মোঃ শাহীন মোল্লা (৪৭), পিতা-মৃত আফছার উদ্দিন, সাং-নয়াবাড়ি, পোঃ-কাঁচপুর,
থানা-সোনারগাঁও, জেলা-নরায়নগঞ্জগনের
ইসলামপুর,নিকট হইতে উদ্ধার করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.