মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ “ক্যান্সার থেকে বাঁচুন ভায়া করতে আসুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ডোমার উপজেলায় পাঁচদিন ব্যাপী শুরু হয়েছে ৩০ থেকে ৬০ বছর বয়সী বিবাহিত মহিলাদের ভায়া কার্যক্রম।উক্ত কার্যক্রম পরিদর্শনে বৃহস্পতিবার সকাল ১০ টায় ডোমার উপজেলার মৌজাপাংগা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম উদয়(বিপিএ)।এসময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রায়হান বারী,মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল কামরুল হাসান নোবেল,স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল আমিন রহমান।ভায়া কার্যক্রম পরিচালনা করেন বঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স রুমাইয়া আক্তার লিপি এবং কার্যক্রমটি সার্বক্ষণিক মনিটরিং করেন জেলা সমন্বয়কারী রাজিব খান।এছাড়াও স্বাস্থ্য সহকারী,পরিবার পরিকল্পনা সহকারী,এমএইচভি গন ও ভলান্টিয়ার গন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।মৌজা পাংগা সিএইচসিপি অমিত হাসান জানান এই ক্লিনিকে সর্বমোট ১৯২ জন মহিলার জরায়ু মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সারের স্ক্রিনিং করানো হয় এদের মধ্যে এক জনের রেজাল্ট পজেটিভ আসে।তাকে রেফার্ড করে রংপুর মেডিকেলে পাঠানো হয়।