আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া রেঞ্জের অভিযানে পাঁচ হেক্টর সরকারি বনভূমির জায়গা দখল মুক্ত করে উদ্ধার করা হয়েছে।
(১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক সুমনের নেতৃত্বে পাহাড়চাঁন্দা বিটের সামাজিক নবায়নের উপকার ভোগীদের সাথে নিয়ে শিলখালী ইউনিয়নের ঢালার মুখ এলাকায় এই অভিযান চালানো হয়। ইউপির ৬নং ওয়ার্ড সেগুনবাগিচা এলাকার মৃত আবুল হোছাইনের ছেলে নুরুল আলম ও জহির আলমের কাছে অবৈধ দখলে থাকা সামাজিক বনায়নের পাঁচ হেক্টর জায়গা দখল মুক্ত করে উদ্ধার করানো হয়।
এসময় অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিট অফিসারদের নির্দেশনা প্রদান করেন রেঞ্জ কর্মকর্তা। অভিযানকালে শিলখালী, বারবাকিয়া, টৈটং এ ছড়িয়ে থাকা পাহাড় দখলকারী, পাহাড় খেকো সিন্ডিকেট সদস্যরা অভিযানে অংশ গ্রহণকারী লোকজন ও রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হককে মেরে ফেলার হুমকি প্রধান করে ও অভিযান না করে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধমকি দেয়। এসম অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, পাহাড়চাঁন্দা বিট কর্মকর্তা শাহ আলম, বারবাকিয়া বিট কর্মকর্তা আলতাফ হোসেন সংশ্লিষ্ট বিটের স্টাফ সহ উপকার ভোগীরা।
উপকার ভোগী, জয়নাল আবেদীন, নুরুল আমিন,আতিকুল ইসলাম, রুকন উদ্দিন, জুয়েলরা বলেন, আমরা রেঞ্জ কর্মকর্তার সাথে সরকারি বনভূমি উদ্ধার অভিযানে যায় আমাদের কয়েক জনের মাঝে খবর আসছে এখানে গুলাগুলি হবে, আমরা যেন সরে যায়। এরপর দেখি রেঞ্জ কর্মকর্তাকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, অভিযান বাদ দিয়ে চলে যাওয়ার জন্য বলা হয়। অন্য তাই, টৈটং, বারবাকিয়ায় যাদের ঘর ভেঙে দেওয়া হয় সবাই এক হয়ে হামলা করে বনবিভাগের অস্তিত্ব বিলিন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
জারুলবুনিয়ার আহমদ কবির,রমজান আলী,সাহাব উদ্দীন,আলী হোছাইনরা বলেন, বারবাকিয়া রেঞ্জে ইতিহাস সৃষ্টি হয়েছে, যেটা আগের কোন রেঞ্জ কর্মকর্তা পারেনি। পাহাড় কাটা,গাছ কাটা,অবৈধভাবে বনভূমি দখল শূন্যের কোঠায় নেমে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, গাছ , বালু ও পাহাড়খেকো সিন্ডিকেট নামে বেনামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ নামা দাখিল করেছেন এবং সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ভূয়া সংবাদ পরিবেশন করিয়ে রেঞ্জ কমর্কর্তা মোঃ হাবিবুল হককে এখান থেকে বদলী করার ৮ লক্ষ টাকার মিশনে নেমেছে।
অনুসন্ধানে আরো জানা যায় , কিছুদিন পুর্বে একটি পত্রিকায় পূরানো ঘরের ছবি ব্যাবহার করে একটি মিথ্যা সংবাদ পরিবেশন করে বিভন্ন দপ্তরে প্রেরণ করেছেন।এছাড়া বিভিন্ন ভাবে হুমিক প্রদর্শন করা হচ্ছে রেঞ্জ কর্মকর্তাকে। এমনকি সিন্ডিকেটের কাজে বাধা দেওয়া হলে জীবন নাশের ও হুমকি দেওয়া হয়েছে বলে গোপন সূত্রে জানা যায়।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, আমি এই রেঞ্জে যোগদান করার পর থেকে পাহাড় কাটা,গাছ কাটা,অবৈধ স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি।
একটা স্থাপনায় একাধিকবার অভিযান করেছি। তাঁর পরও যারা অবৈধ স্থাপনা নির্মাণ ও পাহাড় দখলের চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।
যে ঘটনায় অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে ওই মামলায় ছয় মাস আগে অনেকে জেল কেটেছে। এক বছর আগের সেই ছবি দিয়ে আমার বিরুদ্ধে কিছু পত্রিকা ভূয়া সংবাদ ছাপিয়ে মানহানি ও হয়রানি করার চেষ্টা করছে। আমার মৃত্যু হলেও রাষ্ট্রের দায়িত্ব পালনে পিছু পা হবো না। জীবন দিয়ে হলেও পাহাড় খেকোদের ছাড় দেওয়া হবে না।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.