শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা, কালীগঞ্জ: প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে র্যালি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই প্রথমবারের মতো সারাদেশ জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে।
(রবিবার বিকাল ৪ টায়) কালিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী প্রকৌশলী শামসুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমূখ।
স্থানীয় সরকার দিবস মেলায় স্টলে অংশগ্রহণ করেন উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি, উপজেলা পরিষদ সহ ১২ টি ইউনিয়ন পরিষদ।
সভায় ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন। কিন্তু অনুষ্ঠানে স্থানীয় সরকার দিবস মেলায় উপজেলার বারটি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত না থাকায় সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে দলমত নির্বিশেষে এই প্রথমবারের মতো ঢাকায় স্থানীয় সরকার দিবস মেলা উপলক্ষে সারাদেশের জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রী ডাকে এক জায়গায় হয়েছিল।
মেলার উদ্দেশ্য হলো প্রতিটি ইউনিয়ন পরিষদের কি কি উন্নয়ন হয়েছে, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাস্তবায়িত হয়েছে সেগুলো জনসমক্ষে তুলে ধরা ও ইনোভেটিভ আইডিয়া গ্রহণ করা।
ইউনিয়ন পরিষদকে সেবামূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা। মেলা চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.