আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম শফিউল্লাহ বিপিএম বলেছেন, রাষ্ট্রের কল্যাণে পুলিশ ও সাংবাদিকদের ভিশন একই। উভয়ে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে কাজ করে থাকে। জনসাধারণের সার্বিক জানমালের নিরাপত্তার লক্ষ্যে কাজ করছে পুলিশ, এলাকা অপরাধমুক্ত রাখতে ও নাগরিক নিরাপত্তা বিধানে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের মূল্যায়ন করলে পুলিশ ও রাষ্ট্রের উপকার হয়। সাংবাদিকদের যেখানে সম্মান দেয়না সেখানে জনকল্যাণ হয় না। রাষ্ট্রের কল্যাণে সাংবাদিক-পুলিশ মিলেমিশে কাজ করবো। সাংবাদিক আর পুলিশের ভিশন একই, সবার কাজ রাষ্ট্রের কল্যাণ করা। বাঁশখালীর আইনশৃংখলা উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এখানে যারা দায়িত্ব পালন করেন তারা কিছুদিন পর অন্যত্র চলে যায়। এলাকার আইনশৃংখলা উন্নয়ন হলে তার সুফল ভোগ করবে আপনাদের পরবর্তি প্রজন্মরাও। গত সোমবার বিকেলে বাঁশখালী থানা পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসপি এসএম শফিউল্লাহ উপরোক্ত কথা বলেন। এর আগে তিনি দুপুরে বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। সেখানে প্রকল্পের কন্ট্রোলরুম সহ বিভিন্ন সেক্টর পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় করেন। এসময় বিভিন্ন বিষয়ে পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন তিনি।
বিকেলে পুলিশ সুপার বাঁশখালী থানা পরিদর্শন করেন। এ সময় বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন পিপিএম'র নেতৃত্বে তাকে সশস্ত্র প্যারেডে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার সার্কেল (আনোয়ারা) কামরুল ইসলাম (সুমন), ওসি মো. কামাল উদ্দীন পিপিএম, পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার, সেকেন্ড অফিসার রাজীব পোদ্দার, রামদাশ হাট ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মান, বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ মো. মজনু মিয়া, এসআই আহসান হাবিব, এসআই রফিক, এস আই ফারুকসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন (১) বাঁশখালী থানা পরিদর্শনকালে পুলিশ সুপার এসএম শফিউল্লাহকে শুভেচ্ছা জানাচ্ছেন বাঁশখালী থানার ওসির নেতৃত্বে কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.