সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ দেশের উত্তরের সর্বশেষ জেলার ঐতিহ্যবাহী ১৯৬৯সালে স্থাপিত কুড়িগ্রাম প্রেসক্লাব এর দোতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্থর করা হয়েছে। কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার দুপুর নতুন ভবনের ভিত্তি প্রস্থর করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মোঃ জাফর আলী।
এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ ফরিদুল ইসলাম,জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম,পৌর মেয়র কাজিউল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল ইসলাম,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুকসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুন ভবনে হলরুম,অফিস কক্ষ কিচেন সহদোতলা বিশিষ্ট কুড়িগ্রাম প্রেসক্লাবের একটি আধুনিক ভবনের নিমার্ণ কাজ শুরু করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.