মোঃ মজিবর রহমান শেখঃ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঠাকুরগাঁও কর্তৃক আয়োজিত ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষন-২০২৩ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক । উক্ত মৌলিক প্রশিক্ষনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বলেন, বর্তমান সময়টা হলো সোশ্যাল মিডিয়ার যুগ। ইন্টারনেটের সহজলভ্যতা আর হাতে হাতে স্মার্টফোন মানুষকে করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমমুখী। বিশ্বায়ন আর শিল্পায়নের এ যুগে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। বাংলাদেশের মানুষ ফেসবুকের নীল জগতে বুঁদ হয়ে থাকেন। মানুষের আবেগ-অনুভূতি, মতামত, বন্ধুত্ব সবকিছু এ সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে গড়ে উঠছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এ শক্তিকে ব্যবহার করে কিছু সংঘবদ্ধ চক্র ছড়িয়ে দিচ্ছে নানা ধরনের গুজব। সাম্প্রতিক বছরগুলোয় ফেসবুকে ছড়ানো গুজবে কান দিয়ে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। আরেকটি সমস্যা হল হ্যাকিং। গ্রুপ, পেজ, আইডি সবই হ্যাক হচ্ছে। ইদানীং অনেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক বেশি হচ্ছে। গুরুত্বপূর্ণ আইডি হ্যাক করে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে। ইদানীং ফেসবুক প্রোফাইল হ্যাক করে আপত্তিকর ছবি-ভিডিও আপলোড, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এমনকি নিকটস্থ বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটছে। তাই আমরা সবসময় বলে, থাকি অ্যাকাউন্ট হ্যাক হলে অতিদ্রুত নিকটস্থ থানায় গিয়ে অন্তত একটা সাধারণ ডায়েরি করুন। মেইলের পাসওয়ার্ড বা অন্য জিনিসগুলো কারও সঙ্গে শেয়ার করা যাবে না, টু-ফ্যাক্টর সিকিউরিটি চালু করতে হবে। জনগণের নিরাপত্তা রক্ষায় সততা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে আপনাদের কাজ করতে হবে। আপনাদের দায়িত্বাধীন এলাকায় ছেলেমেয়েরা মাদকাসক্তি এবং জঙ্গিবাদে যেন না জড়ায়, এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জঙ্গিবাদ-সন্ত্রাস কেবল বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী একটি সমস্যা। তাই জঙ্গীবাদের কুফল সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এ ব্যাপারে আনসার ও ভিডিপি সদস্যরা তাঁদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ জনগণের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.