মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মিঠু সাহার মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম পলাশ মোড়ল(৪২)। তিনি সাতক্ষীরার আসার সময় উপজেলার কাটাকাটি ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত মনতাজ আলী মোড়লের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার জানান, বৃহস্পতিবার সকালে পলাশ মোড়ল তেতুলিয়া বিলের মধ্যে মিঠু সাহার ঘেরে একাই শ্রমিক হিসাবে মাটির কাজ করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রাপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পাশের ঘেরে কাজ করা অপর এক শ্রমিক প্রকাশ সরকার বুঝতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনা সতত্যা নিশ্চিত করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।