গুরুদাসপুর,নাটোর প্রতিনিধিঃ নাটোর-৪ গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনে জাতীয় সংসদ নির্বাচনে আটবার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েও পাননি গুরুদাসপুর উপজেলা পরিষদের প্রথমবার নির্বাচিত চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম। তিনি দলীয় কোন্দলের কারণে নানাভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছেন। পরবর্তীতে গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও সদ্য প্রয়াত স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস তার ঘনিষ্ঠজন আনোয়ার হোসেনকে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী দিয়ে প্রকাশ্য বিরোধিতা করে তাকে পরাজিত করেন। এরপরও তিনি দলীয় আদর্শের প্রতি অনুগত থেকে নিরলসভাবে সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন। তাই জীবনের শেষ বয়সে দলের প্রতি তার দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়ন হিসাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দাবি করেন তিনি। শুক্রবার বিকেলে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড়ে গরীবুল্লাহ কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এ দাবি জানান জাহিদুল ইসলাম। এ সময় তিনি আসন্ন সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে আবেগজড়িত কন্ঠে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন, প্রকৌশলী আমিরুল ইসলাম সরকার, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, ব্যবসায়ী রজব আলীসহ জাহিদুল ইসলামের তিন শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।