স্টাফ রিপোর্টার, আজহারুল ইসলাম সাকী|
Kaikhali Union Disability Development Organization ( KUDDO) মানবতার টানে এগিয়ে চলো আত্মবিশ্বাসে এই স্লোগান কে সামনে রেখে প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষে এগিয়ে চলছে সাতক্ষীরা জেলার শ্যামনগরের কৈখালী ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। ২০২১ সালে এই সংস্থাটি প্রতিষ্ঠাতা করেন কৈখালী ইউনিয়নের কৃতি সন্তান সাধারন পরিবার থেকে বেড়ে ওঠা জি.এম নাজমুল হক।স্থায়ী কার্যলয় ও প্রতিবন্ধীদের উন্নয়নে তার পিতা জমি দান করেন।
একটু সহযোগিতা ও প্রশিক্ষণ পেলে প্রতিবন্ধীরাও আত্ননির্ভরশীল হয়ে ওঠতে পারে,এই আশা কে বুকে ধারন করে তাদের জন্য এগিয়ে চলেছে দূর্বার গতিতে। সংস্থাটি প্রতিবন্ধী দিবস পালন সহ প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী গ্রহন সহ তাদের সহযোগিতায় ব্যাপক ভূমিকা রাখছেন।
সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক জি.এম নাজমুল বলেন প্রতিবন্ধী মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন, তাদেরকে যোগ্যতা অনুযায়ী সম্মান প্রদান, সুষ্ঠুভাবে, আনন্দ ও সাহায্য-সহযোগিতার মধ্য দিয়ে জীবনযাপনে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। মনে রাখা আবশ্যক যে, একজন প্রতিবন্ধী মানুষ তার সেই অবস্থার জন্য নিজে দায়ী নয়, পরিস্থিতির শিকার মাত্র। সুতরাং দয়া, করুণা ও অবহেলা তার প্রাপ্য নয়। একজন প্রতিবন্ধীরও সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। আমরা তাদেরকে আশাহত করতে পারি না। আমাদের সমাজের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। তাদেরকে যে কোনো প্রয়োজনে সাহায্য-সহযোগিতা করা এবং তাদেরকে ভালোবাসা দেওয়া।
এজন্য কৈখালী ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পাশে থেকে সংস্থাটির উদ্দেশ্য ও লক্ষে পৌঁছানোর জন্য গ্রামবাসী সহ সবাই কে পাশে থাকার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.