মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। শনিবার বেলা ১১টার দিকে পরিদর্শনকালে তিনি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০০ কীট এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ১০টি ডাস্টবিন প্রদান করেন। এসব উপহার সামগ্রি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার এর হাতে তুলে দেন পৌর মেয়র। এসময় তিনি ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। রোগী দেখতে গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাধ্যে উপহার হিসাবে খাদ্য সামগ্রী ও ফল বিতরণ করা হয়। এসময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলরবৃন্দ ও হাসপাতালের কর্মচারী কর্মকতাগণ উপস্থিত ছিলেন। উপহার প্রদানকালে পৌর মেয়র বলেন পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে ডেঙ্গু মুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত মশক নিধন স্প্রে করা হচ্ছে এবং হাসপাতালে যেন কিট সংকট না হয় সেজন্য ডেঙ্গু পরীক্ষার জন্য কিট সরবরাহ করা হলো। এছাড়াও ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে দুই সপ্তাহের জন্য খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য বাইরে একজন রোগীর খরচ হয় এক হাজার টাকা হাসপাতালে মাত্র ৫০ টাকায় তারা সেই টেস্ট করে দিচ্ছেন এবং কীট সংকটে যেন পরীক্ষা বন্ধ না হয় সেই লক্ষ্যে কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং আরো দুই মাস এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে সকলকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.