নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৩ সেপ্টেম্বর শনিবার ঢাকাস্থ ইকোনমিক রিপোটার্স ইউনিটি ফোরাম মিলনায়তনে "শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ" ও "বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন" কর্তৃক আয়োজিত শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে "উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলার ভূমিকা" শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান -২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম- কে শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন জাতীয় কমিটির চেযারম্যান ও শেরে বাংলার ১৫০ তম জন্মদিন উদযাপন জাতীয় কমিটির কো-চেয়ারম্যান আতা উল্লাহ খান আতা ' র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মিঞা, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রধান আলোচক শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব ও বিটিআরসি' র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।
অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
মূল প্রসঙ্গ পাঠ করেন বরেণ্য শিক্ষাবিদ, নুজরুল গবেষক ও রাষ্ট্রচিন্তক প্রফেসর ডক্টর শহীদ মনজুর।
স্বাগত বক্তব্য রাখেন এম গোলাম ফারুক মনজু, নির্বাহী পরিচালক, অগ্রগামী মিডিয়া ভিশন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলার দৌহিত্রি ও কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান মিসেস ফারহানা হক রিপা, বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল আইজিপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম, বাসস এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূইয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মীর এম এম শামীম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট এস এম কবিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কবি হাসিনা মমতাজ হাসি সহ দেশ বরেণ্য বুদ্ধিজীবীগণ ও সাংবাদিক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.