প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৭:১৫ পি.এম
জেলা পুলিশ ঠাকুরগাঁও এর আয়োজনে পুলিশ সুপার মহোদয়ের বাসভবনে নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
২৩-০৯-২০২৩ খ্রি. তারিখ জেলা পুলিশ ঠাকুরগাঁও এর আয়োজনে পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়ের বাসভবনে নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ পুলিশ সুপার মহোদয়ের বাসভবনে উপস্থিত হলে জনাব উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সুপার, ঠাকুরগাঁও ও জনাব প্রিয়াংকা অধিকারী, সভানেত্রী, পুনাক, ঠাকুরগাঁও মহোদয় অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের অভ্যর্থনা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন কর্ণেল এম এইচ হাফিজুর রহমান, সেক্টর কমান্ডার, ঠাকুরগাঁও, জনাব মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও, লেঃ কর্ণেল মোঃ তানজীর আহম্মেদ, অধিনায়ক, ৫০ ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও, জনাব নিত্যানন্দ সরকার, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও, জনাব নুর নেওয়াজ আহম্মেদ, সিভিল সার্জন, ঠাকুরগাঁও, জনাব মোঃ হেমায়েত হোসেন, জয়েন্ট ডাইরেক্টর, এনএসআই, ঠাকুরগাঁও, ড. লুৎফর রহমান, পরিচালক-১ আনসার ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও, ডঃ মোঃ শহিদ উজ জামান, নির্বাহী পরিচালক, ইএসডিও, ঠাকুরগাঁও, জনাব মোঃ মিনহাজ আরেফিন, জেলা কমান্ড্যান্ট, আনসার ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও, জনাব মোঃ নাসির উদ্দিন জুবায়ের, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঠাকুরগাঁও, জনাব এস,এম সিরাজুল হুদা, পিপিএম, পুলিশ সুপার, পঞ্চগড়, জনাব মোঃ রাফিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ, ঠাকুরগাঁও মহোদয়গণসহ ঠাকুরগাঁও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। পরবর্তীতে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.